স্নিগ্ধ ভালোবাসায় মন হয় বসন্ত-রঙিন
পলাশ-বসন্তের হয় উদ্ভাসিত আলিঙ্গন,
উচ্ছাস উড়ে চলে অনুভূতির আকাশে.....
পলাশ নিয়ে আসে বারবার বসন্তের স্বপ্ন-প্রাঙ্গণ ।


পলাশের অনুরাগে গুনগুন করে ভ্রমরের গুঞ্জন
দখিনা সমীরণে ভাসে বাসন্তিকা প্রেমের গান,
সাত-রাঙ্গা আবিরের স্বপ্নিল আভাসে....
পলাশ আনে অফুরন্ত ভালোবাসার বাসন্তিকা-তান ।


খুশির পরশে চারিদিকে ভাসে কুহু-কুহু রব  
প্রকৃতি মুখরিত হয়ে দেখায় স্নিগ্ধ-শোভন সাজ,
পলাশের রাগ-অনুরাগের স্মৃতিময় খেলায়....
বসন্ত হয়ে ওঠে আসল ভালবাসার রাগিণী-রাজ ।


পলাশ আর বসন্তের মিলনে উদ্ধুদ্ধ করে
রোমান্টিক সম্পর্ক বাঁধার এক সুখের জীবন,
ইচ্ছে আর মায়ায় ভরা অনুভূতি নিয়ে সৃষ্টি করে.....
নতুন করে পথচলা, থামিয়ে সকল দুঃখের ক্রন্দন ।  


পলাশ, তুমি জড়িয়ে থাকো বসন্তের রঙিন ডানায়
যেখানে প্রকৃতির কপালে আঁকা থাকবে  ভালোবাসার চন্দন,
তোমার মহিমায় ভাস্বর হয়ে উঠবে  বসন্তের সাম্রাজ্য....
মনুষ্য-প্রেমে বারংবার আসবে প্রাণের অস্তিত্বের স্পন্দন ।  
         *******