কত কথা দিয়েছিলে তুমি
একদিন বসন্তের পলাশ-রাঙা  বেলায়,
নদীর ছল-ছল জলে দেখেছিলেম
ভালোবাসার প্রতিচ্ছবি নানান রঙের  খেলায় ।


সাদা মেঘে-ঘেরা সামিয়ানার তলায়
করেছিলে বরণ, দিয়েছিলে স্বপ্নিল কথা,
'দুটি হৃদয় একাত্ম হবে মুগ্ধ এক লগনে’  
কিন্তু আসেনি ফিরে সে ক্ষণ, মনে পেয়েছি ব্যাথা ।


বোঝনি তুমি মনের পিঞ্জরে জ্বলছে দাবানল
দগ্ধ  হৃদয়ের চাপা অন্তর্বেদনার রাশি রাশি স্তূপ,
কি করে লুকাই সেই শ্লেষ শোক পরিতাপ
মনের গহনে আবর্তিত রেখে মুখে হাসি নিশ্চুপ ।


প্রতিশ্রুতির পাল তুলে তুমি চলে গেলে
তবু আজও মনে সুপ্ত আছে আমার ভালোবাসা,
বেঁধে রেখেছি সেই পলাশ-রাঙা আলয় মনের কিনারে
যদি ভালোবাসার প্রতিচ্ছবি হয়ে ওঠে বসন্তের আশা ।।
                                  ********