পলাশের আগুন ভালোবাসার রঙ জ্বালায়
লাল মাটির মেঠো পথের বাঁকে বাঁকে,
কড়া-মিঠে রোদের চমকে জাগে আকাশে  বিস্ময় !
সুগন্ধি পত্র-মুকুল বসন্তের আলপনা আঁকে ।


হৃদয়ে কৃষ্ণচূড়া-রাধাচূড়ার আঁধার-আলোয়
ফাগুনের আঁখি-পল্লব জানায় মিষ্টি মধুর তান,
স্মৃতির আয়নায় ভেসে আসে রঙিন স্বপন
চমক ভাঙ্গায় পিউ-কাঁহার কুহু-কুহু গান ।।
            *****