নিঃশব্দে সে এসেছিল
ছিল না কোন চরনধ্বনি
হাতের পরশে
নিঃশ্বাসের অনুভবে,
অন্তরে ফেলেছিল সাড়া
রঙিন হয়েছিল মন
প্রাণ সুখে আত্মহারা ।
চন্দ্রিমার ঘন জ্যোৎস্নায়
স্নাত হয়ে তৃপ্ত হয়েছিল
শরীরের শিরা উপশিরা,
জেনেছিল শুধু নিশাচর
চেয়েথাকা নক্ষত্রের দল
দিগন্ত বিস্তৃত সবুজ বনানী
করেছিল পরস্পর আলিঙ্গন
বন-হাসনুহানা ছড়িয়েছিল  সুবাস
পুবালি হাওয়া এনেছিল স্নিগ্ধতা ।
গহন রাতে তারাদের মাঝে
শুধু তারই উপস্থিতি
আমার প্রথম ভালবাসা ।।