বৃষ্টি ভেজা চোখ দুটো তোমার
এত  ব্যাথা ?
হারিয়ে যেতে যেতে হোথায়
আমি দেখি স্বপ্নের আনাগোনা
শিশিরে সিক্ত হৃদয়
হারিয়ে যাওয়া অভিমান
টুকরো কিছু স্মৃতি
লুকিয়ে ভালবাসার গান
চলবো আমরা পাশাপাশি
দুঃখ হবে দুর
এ চোখের আয়নায়
দেখব অনেক রঙ
অভিমান ভুলবে তুমি ।।