এক মুঠো রোদ্দুর গায়ে মেখে
চলনা এগিয়ে যাই  
হাতে হাত ধরে  
ধান ক্ষেতের সারি পেরিয়ে
অনেক অনেক দূরে
নীল সাগরের কিনারে
যেথায় মেঘ এসে স্পর্শ করে
কপোত কপোতীর মনের গভীর নীড়ে ।
এসোনা বসি বালুতটে
গড়ে তুলি এক নতুন জগৎ
দু'জনায় মনের কথা বিনিময়ে
হারিয়ে যাই অসীম নীলাকাশে
উন্মুক্ত ঢেউয়ের উপর
শ্বেতশুভ্র ভেলায় চেপে
উপভোগ করি সুখ-যাত্রা
সমুদ্র-আকাশের মেলবন্ধনে ।
সোনা ঝরা দুপুরে
চোখে কেন অশ্রুজল ?
মোছ আঁখি
চলনা আবার হাত ধরে
অনুভবের সিঁড়ি বেয়ে
হারিয়ে যাই
অনেক অনেক দূরে
আমরা দু'জনে ।।