নীল সাগরের বালুতটে
কাঁধে প্রিয় হাতের মৃদু পরশ
সে এসে দাঁড়িয়েছে নিঃশব্দে
পিছনে দৃষ্টি ফিরতেই দৃশ্যমান
শুধু আলো আঁধারির খেলা
কোথায় সে ?

অদৃশ্য অস্তিত্বে ছলছল চোখ
বেদনায় গুমরে ওঠে হৃদপিঞ্জর
নিষ্পাপ ভালবাসায় আচ্ছন্ন মন
অঝোরে ঝরাল বাঁধ ভাঙ্গা অশ্রু
ধরা দিয়েও অধরা
কোথায় সে ?

একঝাঁক ঢেউ এসে
বিচ্ছিন্ন করে দেয় চিন্তাজাল
স্বপ্ন-সুধায় হাতছানি দিয়ে
সুখপাখি খাঁচা থেকে উড়ে যায়
আগামী প্রত্যাশার দেশে
কোথায় সে ?