রাত্রি গভীরে
অদ্ভুত ভালোলাগায় ডুবে যাই,
বাঁধার আস্তরন ছিন্ন করে -
নির্জনে এঁকে চলি
আলোর তুলিতে স্বপ্নরেখা,
মুগ্ধ হয়ে ফিরে যাই -
হাজার হাজার বছরের ওপারে
অচেনা এক অবাক পৃথিবীতে,
যেথা নেই কোন কান্না -
নেই কোন হাহাকার
শুধু সমাধিত অজানা ভালবাসা,
সেথা মুক্ত মন মুক্ত কুড়ায় -
খোঁজে সৃষ্টি সুধার
আলোকময় ছবি,
রচনা করে -
এক নতুন দিনের
নতুন রাঙানো শপথ,
আলোর তুলিতে ধরা দেয় -
হিংসা প্রতিশোধহীন
হাতে হাত মেলানোর প্রতিশ্রুতি ।।