সোনা রোদ্দুর গায়ে মেখে
আলোর পরশ ছড়িয়ে
আজও এসেছিল নতুন সকাল,
পায়ে পায়ে এগিয়েছিল দিন
হঠাৎ বিপর্যয় এলো ঘনিয়ে
টালমাটাল চারিধার,
কেঁপে উঠেছিল গৃহতল
গাছপালা ভয়ে থর থর
পথিক ছুটেছিল নিরাপদ আশ্রয়ে ।

মা তোর এ কি লীলা-খেলা ?
অপরাধ কি করেছি মোরা ?
তোর কোল শূন্য করে
কেন দূরে সরে যাব ?
শান্ত হবিনা মা ?
অবোধ সন্তানের কথা শুনবিনা ?
নতুন সকালে আলোর পরশ ছড়িয়ে
মোদের শরীরে
সোনা রোদ্দুর সারা গায়ে মাখাবি না ?