কালো ছায়ার আড়ালে
নামলো ঘন সন্ধ্যা
চন্দ্র-গ্রহন লেগেছে
একটু একটু করে চন্দ্রিমা
আগ্রাসী দানবের কবলে  
যন্ত্রণায় কাতর হয়ে অদৃশ্যমান ।
জাল ছিঁড়ে বেরোনোর
আপ্রাণ চেষ্টায় ব্যর্থতা ঢাকতে ঢাকতে
কয়েক প্রহরের বন্ধনের
অলিগলি পেরিয়ে
ব্যথার ছাপ সানন্দে বুকে নিয়ে
অবশেষে দস্যুর জাল থেকে বেরিয়ে আসে ।
বুকভরা খুশীর ঝলকে
মাঝরাতে হাসি মুখে
চন্দ্রিমা নিজের আভাস ছড়িয়ে
বুঝিয়ে দেয় তার অভিসার
বুঝিয়ে দেয় প্রিয় জনকে
মন দেওয়া-নেওয়া ভালবাসা ।।