ঘন বনরাজির মাঝে
ভালবেসেছিল তারা দুজনে
বনমল্লিকা আর বনজুঁই
বর্ষার প্রথম লগনে
হয়েছিল তাদের পরিচয়,
সৌরভে সৌরভে হয়েছিল
নয়ন মিলন  
প্রভাতের নতুন কিরণে
ভ্রমর ভরিয়েছিল ঐক্যতানে
প্রজাপতি ঘটিয়েছিল
মধুর মিলন,  
পাখিদের কলকাকলিতে
মুখরিত হয়েছিল বনতল
মেতেছিল তারা চুপি চুপি
প্রেম কথায়,  
ঘনবর্ষণ সন্ধ্যায়
জুঁই মল্লিকা পরস্পর
আলিঙ্গনাবদ্ধ হয়ে
করেছিল আনন্দস্নান
বয়েছিল মিষ্টি হাওয়া
মেঘ ছিঁড়ে উঁকি দিয়েছিল
ঝিকিমিকি তারা-দল
সাথে স্নিগ্ধ চাঁদের আভাস ।।