থাকো তুমি
যাই আমি ।

বারে বারে তোমার টানে
এসেছি ফিরে এইখানে ।

সুখ-দুখের কত খেলায়
সাক্ষী রইলে সব বেলায় ।

এ বুকে পাথর ঢেকে
অনেকই দিয়েছ রেখে ।

আজ ক্ষণে ক্ষণে
শুধু তোমারই কথা মনে মনে ।

বুঝি অনুভবে প্রতিটি রন্ধ্রে
ইট-পাথরের স্তূপ কাঁদে একই মন্ত্রে ।

কান পেতে তোমায় বুঝেছি
গভীর ভালোবাসায় কাছে টেনেছি ।

মর্মরে মর্মরে ব্যথা ভরা
লিখে গেলাম তোমার পরম্পরা ।

আবার হয়তঃ আসব হয়তঃ বা নয়
তবুও তোমায় বিদায় জানাতেই হয় ।

দূর থেকে আমি বাসব ভালো
তুমিও জ্বেলে রেখো প্রেমের আলো ।।