ওরে ও বৃষ্টি
করিস কি এ অনাসৃষ্টি ?
তুই দেখছিস মিষ্টি হেসে
দূর থেকে ভালবাসার ছদ্মবেশে,
মনের কথা তোকে দিলাম ভরে
কালো মেঘের খামে করে,
আগুন-জ্বালা দ্বিপ্রহরে
বিরাজ করিস গহন চাতক-কুঠিরে,
থাকিস না দূরে সরে সরে
আয়না একটু নৃত্য করে,
আসবি কাছে আমার যবে
এককুলো ধান দেব তবে,
পুকুর ঘাটে ভাসিয়ে ভেলা
থাকবো সাথে সারাবেলা,
ভিজাব মন ভিজাব প্রাণ
দগ্ধ শরীর গাইবে গান,
আরও কাছে তুই আয়না
তোর প্রাণ কি মোদের চায়না ?
ওরে ও বৃষ্টিরাণী
কবে শুরু হবে তোর ঝিরঝিরানি ?