আধফোঁটা আলোয়
অনেক দূর হতে দেখলাম
ঘন কাশফুলের বনে তুমি
সারা শরীর ঢাকা
মুখে সদ্য স্ফুটিত
রবির স্মিত লাল আভা,
আত্মহারায় ছুটতে ছুটতে
গেলাম তোমায় ছুঁতে যখন
দোলা দিয়ে কোথায়
হারিয়ে গেলে তখন
আধফোঁটা আলোয় শুধু
একঝাঁক কাশফুলের বন ।।