বসন্ত যে এসে গেল ...
মন কেমন করা রোমান্টিক সন্ধ্যা
মাতাল করা দখিনা বাতাস  
গাছ গাছালির ডালপালার আন্দোলন
নতুন আমের মুকুলের সুঘ্রাণ ।
কিশলয়ের সবুজ রঙে
পুলকিত শরীরে আলো ফোঁটে
হারিয়ে নিজেকে  
অসংখ্য প্রত্যাশার ঝরনায় ।

পরিযায়ী পাখির দল
ফিরে যায় আপন নীড়ে
কোন সে বনদেবী
ধূসর শাড়ির অবগুণ্ঠনে ।  
রক্ত পলাশের গভীর আলিঙ্গনে
একরাশ গোলাপি স্বপ্নকে সাথে নিয়ে  
মেঘ মুক্তির আনন্দে ভেসে ভেসে
হৃদয় ছুঁয়ে যায় ।
বসন্ত যে এসে গেল... ।।