তোর তরে বসে আছি শাখা নদীর তীরে
ছলাৎ ছলাৎ জল তরঙ্গ বাজে ঘাটের কিনারে,
কৃষ্ণচূড়া গাছ দুটি আজ ভরা লালে লাল
পূবের হাওয়ার মাতাল নেশায় লেগেছে বোলের তাল,  
রোদের চাদর গায়ে মেখে ওই দূরে পথের বাঁকে
দেখে তোকে আশার স্বপ্নে তৃষিত হৃদয় ভালোবাসার ছবি আঁকে,  
আকাশ বাতাস সাক্ষী রেখে ছুটি তোর কাছটিতে
বাহু-লতার বন্ধনে বাঁধি তোরে মোর পাশটিতে,  
একসাথে চল ডুব দিই ঐ ছোট্ট নদীর উজানে
ঢেউয়ের তালে ভেসে ভেসে যাই হারিয়ে কোন স্বপনে,
ঘোর ভাঙ্গতেই দেখি একি
মাঝ দরিয়ায় তুই সেকি ?  
ছোট্ট ডিঙ্গি বেয়ে মাঝি
এল যে তোর কাছাকাছি,
মাঝির হাতে হাত রেখে তুই
চলে গেলি ওপারে ওই,
তবু তোর তরে থাকবো বসে
শাখা নদীর তীরের পাশে ।।