যেদিন পেলাম ধরণীর স্পর্শ  
নিলাম অস্তিত্বের নিঃশ্বাস
ভরে গেল মন
প্রাণ ভরা প্রশ্বাস,
সবুজ গাছ গাছালির মাঝে
বেড়ে উঠলাম প্রকৃতির রূপ দেখে
নদীর স্রোতে সাঁতার কেটে
সোনা রোদ গায়ে মেখে,
সবুজ ঘাস বুনোফুলের মেলায়
রঙ-বেরঙের প্রজাপতি করে খেলা  
শালিক চড়ুই কাঠবিড়ালীরা  
ঘুরে বেড়ায় সারা বেলা,
গ্রীষ্মে লাল কৃষ্ণচূড়া
বর্ষায় বেলি জুঁই
শরতে মাঠ-ভরা কাশফুল
হেমন্তে সুরভিত চামেলি-শিউলি দুই,  
শীতে অসংখ্য রক্তগাঁদা
শিশির ভেজা মসৃণ ঘাস
বসন্তে কোকিলের কুহু কুহু রবে
হিন্দোলিত হয় লাল পলাশ,  
ভেসে আসে আকাশে বাতাসে কান্না
বাঁচিয়ে রাখার আকুল সবুজ আন্দোলন
শপথ নিলাম সেই ছেলেবেলা
ফিরিয়ে আনব প্রকৃতি-পরিবেশ বন্ধন ।।

(পরিবেশ দিবস উপলক্ষে লেখা কবিতাটি সবুজ প্রেমীদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত)