বৃষ্টি ভেজা পড়ন্ত বিকেলে
মেঘের ঘন কালো আঁধার,  
কৃষ্ণচূড়া গাছটার নীচে তুমি
বৃষ্টির ছাঁটে ভিজে গেছে সারা শরীর  
আসমান রঙা শাড়িতে আসটে পিষ্টে
জড়িয়ে আছে তোমার যৌবনচ্ছলতা,
দু’চোখের কোল বেয়ে নামে শ্রাবণের ধারা
উড়ন্ত এক টুকরো ঝড়ে টকটকে লাল
কৃষ্ণচূড়াগুলো এলোমেলো হয়ে
ঝরে পড়ে তোমার সারা গায়ে,  
থর থর করে কেঁপে ওঠে অধর
রোমান্টিক আলাপনে ওড়ে কালো চুল
গুরু গুরু মাদলের আচ্ছন্নতায়
মন ভেসে যায় ঘন কালো মেঘের দেশে,  
হারিয়ে গেলে তুমি স্বপ্ন মাখা রঙিন দিগন্তে  
বৃষ্টির সুমধুর সুরধ্বনি রুমঝুম রুমঝুম ঝুমঝুম
কখন যেন থেমে গেছে তার সুর
তুমি ফিরে এসেছ স্বপ্নের মেঘ ভেঙ্গে,  
কঠিন বাস্তবে রঙিন ছাতার আড়ালে
বৃষ্টি ভেজা পড়ন্ত বিকেলে ।।