আস্তাকুঁড়ের অন্ধকারে
কুরে কুরে খায় রক্ত বীজের দল
বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে
বাজের আগুনে ক্ষত-বিক্ষত শরীর
হিংস্রতা-লোলুপতার শিকারে
হয়ে পড়ে ক্লান্ত অবসাদগ্রস্থ,
অপুষ্টিতে ভোগা শিশুর কান্না
অসহায় মায়ের করুণ আর্তনাদ
কর্মহীনতার জ্বালায় তরুণদল
পৈশাচিক নেশায় নিষ্পেষিত
মা বোনের গুমরান যন্ত্রণা
হয়ে ওঠে মর্মন্তুদ রাজনীতি ।


ভোরে ফুটে ওঠা এক সূক্ষ্ম রেখা
সংজ্ঞাহীন শপথ নিয়ে
প্রজ্বলিত করে নতুন মশাল
বিশেষ দিনে নতুন দেবদূত
মুষ্টিবদ্ধ হাতে ছুটে আসে আস্তাকুঁড়ে
অন্ধকারে দুর্বার আলো জ্বালাতে,
সংজ্ঞাহীন শপথকে আষ্টেপৃষ্টে বেঁধে
ক্লান্তিহীন অবসাদহীন পরিবেশে
নিষ্পেষিত গুমরান-যন্ত্রণাকে তালা-চাবি দিয়ে  
বিমুগ্ধ আবাল বৃদ্ধ বণিতার মুখে ধ্বনিত হয়  
আস্তাকুঁড়ে আর রক্তবীজের দল নয়
মৃদু হেসে ওঠে স্বপ্নময় সুপ্রভাত ।।