নদী পাড়ে বসে ভাবি একা মনে মনে
কখন আসবে ভেলা যাব তার সনে,  
পারের মাঝি ওপার হতে কষছে রশি  
মেঘের দোলে তাল মেলায় রোদ-আঁকশি,
আসব যাব জোয়ার স্রোতের টানে
ভাসবো শুধু কল্লোলিনীর গানে,  
শাপলা ফুলের হৃদয় সুধা ভরে
হঠাৎ ব্যাথায় মাতাল সমীরণ তরে,  
বেলা শেষে পাখির কুজন অনুরাগ
তার কেটে যায় পুরানো সেতারের বেহাগ,  
সূর্য ডোবার পালা এল অবশেষে
মাঝির তরে বসে থাকি পাড়ি দিতে সেই দেশে ।।