কুয়াশার আবর্তে ঘেরা পথ কেটে
যাত্রীবাহী আপন বলে আপন তালে  
চলে ঝমঝম নূপুরের ছন্দে
খানখান নিঃশব্দ রাতের স্বপ্ন,
অজানা বনরাজির বুক চিরে
অভিসারিণী সেজে কাঁকন বাজিয়ে
চলে যায় মৃদু অনুভূতি দিয়ে
শুভ্র সবুজকে ভালোবেসে,  
আপন গতি পথে মানে না কোন বারণ
ঘন আস্তরণ ভেদ করে
ধেয়ে আসে অসংখ্য আবছা
জোনাকির আলো,
সরু রেখা-ধারায়
রাগ-অনুরাগের খেলায়
কঠিন কুয়াশার বেড়াজালে
আবিষ্ট হয় সব মান অভিমান,
ঘন আস্তরনের জাল ছিন্ন করে  
জোনাকি-আলো ছুঁতে পারা বড়ই কঠিন
মান অভিমানের পালা সাঙ্গ করে
চলে যায় সে শূন্যতা রেখে ।।