তোর হাতে হাত রেখে
সবুজ ঘাসের পথটি ধরে
চল না চলি অনেক দূরে
সোনা রোদের জড়ি মেখে,

আকাশ জুড়ে মেঘ জমেছে  
জোড়া শালিকের মনটা খুশি
কত কথা বলে দু’জনে
তোর মুখে হাসি ঝরেছে,

অকাল শ্রাবন ধারা তোর চোখেতে
জল পরীদের ছবি ভাসে সেথায়
চুপি চুপি ডুব দি হেথায়
পদ্ম দিঘির কালো জলেতে,

হারিয়ে ফেলা ইচ্ছেগুলো
অনন্য ভালবাসার ডোরে
পূর্ণ হোক আজ নতুন ভোরে
উড়ে যাক সব মনের কুয়াশা ভরা ধুলো ।।