স্মৃতির পাহাড় ভাঙ্গা আনন্দ  
স্ফুরণের জ্যোৎস্না বানে
ভেসে যায় গ্লানির জড়বুটিকা
উড়ে আসে কেটে যাওয়া ঘুড়ি,

শেষ নাট্যমঞ্চের হতাশায়
হারায় আঁধার ভরা রাতের দুঃস্বপ্ন
মুক্তির স্বাদের অনুভূতিতে
ছুটে আসে বাঁচার অনন্য তাগিদ,

বিস্মৃতির অতলে হারিয়ে যাওয়া
একরাশ ভালোবাসার ফুল
দুঃস্বপ্নে মোড়া রাতের আকাশ  
পরিণত হয় মেঘের পুঞ্জে,  

অন্ধকারের বুক চিরে
মুক্তদ্বার প্রান্তে  
হতাশাগুলো ডাকে বারে বারে  
হারিয়ে যেতে স্মৃতির পাহাড়ে ... //