পড়ন্ত সূর্যের ছটায়
স্বপন-দুয়ারে সুপ্ত অনুভূতিগুলো  
ক্ষণিকের মায়ার খেলা খেলে
একান্ত নিবিড়তায়,
হৃদয়-জালে জড়িয়ে থাকা
খড়কুটোগুলো
অভিসারিণী হয়ে ওঠে  
রাতের যতনে আঁকা,  
অকারণ-চাওয়া উদাসী মন
এলোমেলো করে দেয় উন্মুক্ত শরীর
সুপ্ত অনুভূতিগুলো লজ্জায় পরিণত হয়  
মেঘছেঁড়া জোছনার আভরণ ।।