রাত ভোর দেখেছি মাকে
মনের সুধা ভরে,
একটি বছর পরে যে মা
এসেছে মোদের ঘরে ।


ভক্তি শ্রদ্ধা উজাড় করে
দেখেছি তাঁকে বারে বারে,
চেয়েছি অম্লান বদনে
“সকলে থাকুক ভালো দশভূজার দ্বারে” ।


জ্যোতির্ময়ীর আলোর ঝলকে
মনের স্বপন হয় মুগ্ধ,
দূর হয়ে যায় সব মলিনতা
সারা কলুষিত জগৎ হয় শুদ্ধ ।


দুর্গম হোক না পথ
মায়ের আশিসে হব পার,
‘জয় মা’ ধ্বনিতে  মুখর কন্ঠে
নিয়ে আসব পবিত্রতার বন্ধনের সমাহার ।  


অপেক্ষায় রই মোরা আরও একটি বছর
জগৎ জননী মায়ের তরে,
সৃষ্টি সুধার নতুন আশায়
দেখবো মা’কে আবার দু’চোখ ভরে ।।
          ******