সাগরের মহামিলনের আলিঙ্গনে সারাটা বেলা
হারায় কত স্মৃতি, কত বেদনার ছায়া
অফুরন্ত উদ্যমতার আনন্দে রিম ঝিমঝিম বৃষ্টির খেলা
জুড়ায় মনের অলিন্দে, বোনে কত স্বপ্ন মায়া ।


গোধূলির কনে দেখা ছটায় আসে সূর্য ডোবার পালা
লাল ওড়নার ঝিকিমিকি আস্তরণ আনে অবনত লজ্জা  
সিক্ত শরীরে জড়ায় ঘন সন্ধ্যার নিবিড় মালা
বালুকাতটের ধূসর চাদরে রচিত হয় সুখের সজ্জা ।


মেঘের পর্দা ছিঁড়ে নিবিড় ঘন রাতের মধুর লাবন্যতা
একফালি বাঁকা চাঁদ মুচকি হেসে জানায় প্রেমের অনন্যতা ।।