বৃষ্টি ভেজা জানালার কাঁচ
ভেদ করে দেখা যায় তারে আবছা
অসীম শূন্যে বাঁধন ছাড়া
পাগল মন গেয়ে চলে মুক্তির তরজা,  

বাঁধ ভাঙ্গা নদীর বান
সৃষ্টি করে সে নিবদ্ধ দিশেহারা
এলোমেলো আঁকিবুঁকি কাটে
ঘন কালো ক্যানভাসে মাত্রা ছাড়া,

কাজল পারা নয়ন ভেজা জল
তুলির টানে এঁকে যায় অসামান্য মোহের জাল  
ফুটে ওঠে নতুন পরিবেশের সুর
প্রতিভাসিত হয়ে ওঠে সুবাসিত মনের হাল ।।