পূব আকাশের কোলে ঢলে পড়া
শেষ রাতের ধোঁয়াশা আবিরে
রাঙিয়েছে দুটি মন
ভালোবাসার গভীর মদিরতায়
আবিষ্ট দু’নয়ন,

অস্ফুট কথার মালায়
ঝরে পড়ে শিশিরের বিন্দু
আধফোটা ফুলের কলিরা মৃদু হাসে
চুপকথারা যতন করে রাখে
মনের অন্তরালে অদ্ভুত অনুরাগ ভাসে,


পূব আকাশের কোল ঘেঁষে স্পষ্ট হয়
এক চিলতে লাল সুতোর রেখা
ডুবে গেছে চাঁদ, মোহচ্ছন্নতার ঘোরে
ভালোবাসারা হাতে হাত রেখে
ছুটে চলে নতুন ভোরে ।।