নীল আকাশের বুকে ভাসে
সাদা মেঘের ভেলা
কিশলয়ের নবীন সাজে
চঞ্চল মন কেটে যায় সারাবেলা ।  
সবুজ ধানের শীষের আগায়
লাগে নতুন বোল
ঘাসের ওপর শিশিরের ছোঁয়ায়  
ওঠে শিরশিরিযে হিমেল পরশের দোল ।
ঝরা শিউলির সুরভিতে ভাসে
বাঙালির শ্রেষ্ঠ উৎসবের গন্ধ
কাশফুলের সাদা ঝাড়ে
ঢেউ খেলে যায় শ্বেত- শুভ্র মৃদুমন্দ ।
শরতের আবহে আসে মনে
প্রফুল্লতা ভরা অফুরন্ত আনন্দ
আকাশে- বাতাসে ভেসে আসে
মহামায়ার আগমনী- গন্ধ ।
পুজোর গন্ধে মাতে হৃদয়
মাতৃ আগমনের সৌরভে
আবাল- বৃদ্ধ- বনিতা হয় প্রাণবন্ত
নতুন বস্ত্র পরিধান গৌরবে ।
দেবী পক্ষের অবসানে
শুরু হয় মাতৃ আবাহনের গান
মা আসবেন বাপের বাড়ি
সারা মর্ত রাখবে তাঁর মান ।
তাই তো পুজোর গন্ধে মাতাল
সেজে গুজে ভরবে মধুবন
“বাজলো তোমার আলোর বেণু
মাতলো রে ভূবন” ।।