কতদিন সে দাঁড়িয়ে আছে
অনেকেই তা জানে না
অপরূপ রূপ মাধুরীতে
ভরপুর তার শরীর,
আসে কত প্রেমযুগল
ভালবাসার মোহে
কৌতূহলী হয়ে পুঞ্জীভূত প্রেম
জানাবে সে কাকে ?
পুস্করনির জলে নিজের ছায়া দেখে
বিমোহিত হয়
মাঝে মাঝে লাজ লজ্জা শূন্য মন
খোঁজে প্রজাপতি-ভ্রমরের মিলন,  
ঋতুর প্রবাহে আবার
বারে বারে ফিরে পায় যৌবন
তবুও না-পাওয়া এক বিরল যন্ত্রণা
দিবারাত্রি কুরে কুরে খায় মৌবন ।।