মেঘের ঘোমটার আড়ালে
উঁকি দেয় এক ফালি আকাশ
রাগ-অনুরাগের ছোঁয়ায়
লুকোচুরি খেলতে খেলতে
হেসে কুটিপাটি মেঘ ।
অভিমানী আকাশ
অন্তরদ্বন্দে ক্লান্ত মেঘ বালিকা
অস্পষ্ট সুখের বেড়াজালে
তৃপ্তির স্বাদ খোঁজে
অবুঝ মন উড়ে যায়
অনেক অনেক দূরে ।
অতঃপর পরিশ্রান্ত মেঘ-বালিকা
মুখ ভার করে ঝরে পড়ে
অবিশ্রান্ত অশ্রুধারায়
জীবনের শান্তি হয়ে
বিস্তৃত দিগন্তে ক্রমশঃ ভেসে ওঠে
একঝাঁক সোনা ঝরা রোদ
আকাশের চোখে তৃপ্তির হাসি ।।