তুমি ছড়িয়েছিলে
গোলাপ কুঁড়ি
আমি দিয়েছিলেম
শিমূল পলাশের পাপড়ি
দুজনেই মেখেছিলেম
ভালোবাসার লাল আবির,

রোদের রক্তিম খেয়ালী আভা
ভেসেছিল বাতাসের ধূলোয়
পড়ন্ত বিকেলের আলো-আঁধারি ছোঁয়া
হেসেছিল একঝাঁক হলুদ গাদা ফুলে  
রাধাচূড়ার সোনালী আবেশ
উদ্বেলিত করেছিল কৃষ্ণচূড়ার মন,


সন্ধ্যার আচ্ছন্নতায় দীপ
জ্বেলেছিল জোনাকির দল  
মাথার উপর একফালি চাঁদ
এঁকেছিল ভালোবাসার অনন্য প্রতীক
গোলাপ-কুঁড়ি শিমূল-পলাশের পাপড়ি
রাঙিয়েছিল দুজনের ভালোবাসার লাল আবির ।।