রাতের দ্বিপ্রহর
জ্যোৎস্না প্লাবনে ভেসেছে কুঞ্জবন
ভেসে আসছে কালা চাঁদের বাঁশি
চক্ষুর অন্তরালে রাধিকা চলেছে যমুনা তীরে
মধুযামিনীতে অভিসারে ।
দখিনা বাতাসের কানে কানে
বাজে ঝুম ঝুম ঝুম নিক্কন
মধুর তানে মধুর মিলন ।  
গোপনে ঝরে যায় আঁখি-বারি
প্রাণের কথা মনে মনে রয়ে যায়
লাবণ্যের সুধায় নিশিভোরে ।
সম্বিত ফিরে পাওয়া
রাধিকা চলেছে অভিসার শেষে
আয়ানের ডেরায়
সাক্ষী থেকে যায় শেষ রাতের চাঁদের ছটা
রক্তিম ঊষার শুভলগন ।
ময়ূর-ময়ুরির
লজ্জাবরন আঁখি-পল্লব
যমুনার জল বয়ে চলে ছলছল ।।