বাংলার কবি জীবনানন্দ, বরিশালে যাঁর জন্ম,
আদি নিবাস বিক্রমপুর, সারা বাংলা জুড়ে তাঁর কম্ম ।
শিক্ষক পিতা সত্যানন্দ, কবি মাতা কুসুমকুমারীর কোল,
ভরিয়ে দিল প্রকৃতি-বাংলা, দিল দোদুল-দোল ।
বরিশালে শুরু হয়েছিল তাঁর প্রাথমিক শিক্ষা,
তখন থেকেই পল্লী কবিতায় হয়েছিল তাঁর দীক্ষা ।
বরিশাল থেকে কলকাতা হয়ে দিল্লি হয়েছিল শিক্ষা-অভিযান,
মেট্রিক,আই-এ,বি-এ,এম-এর পরে অধ্যাপনা রেখেছিল তাঁর মান ।
বরিশালে প্রত্যাবর্তন করেও থাকেননি তিনি সেথা,
দেশভাগের আগেই সপরিবারে তিনি চলে এলেন কলিকাতা ।
কাব্য আন্দোলনে তিনি ছিলেন এক রবীন্দ্র বিরোধী কবি,
‘তিরিশের কবিতা' নামে খ্যাত কাব্যধারায় তিনি অন্যতম ছবি ।
ছাত্রাবস্থায় প্রথম কবিতা 'বর্ষ আবাহন’ প্রকাশিত ব্রহ্মবাদী পত্রিকায়,
গল্প, উপন্যাস, প্রবন্ধ সহ অসংখ্য কবিতা রচিত বাংলার মৃত্তিকায় ।
'ঝরা পালক’, 'ধূসর পান্ডুলিপি’ ইত্যাদি হয়েছিল খ্যাত,
'বনলতা সেন', 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থে হয়েছিলেন স্নাত ।
কাব্য-ভাবনায় ছিলেন তিনি সর্ব-নন্দনময়,
রেখেছিলেন পল্লী-বাংলার মননশীলতার পরিচয় ।
অনন্য পুরস্কারে ভূষিত হয়ে তিনি করেছিলেন সর্বজয়,
পল্লী-কবিতার জীবনকথায় তিনি মৃত্যুঞ্জয় ।
১৮৯৯ সালে জন্ম নিয়ে ১৯৫৪ সালে হল জীবনাবসান,
রূপসী বাংলার কবি রেখে গেলেন কাব্যকৃতিত্বের সম্মান ।।
             *******
(রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মদিনে আমার লেখা কবিতায় আমার শ্রদ্ধার্ঘ) ।।