সাধের সে ময়না
ধরেছে যে বায়না,
যাবে বহু দূরে
ডানা মেলে উড়ে।


খাবে রকমারি ফল
বাড়াবে দেহে বল,
তার চঞ্চল মন
খোঁজে শুধু বন ।


গাছের ডালেতে বসে
মা ধমকালো কসে,  
যতই করুক কান্না-কাটি
মারবে তারা চড়-চাপাটি ।  


বাবা বলে দুলে দুলে
দেবো এবার কান মূলে,
গান শেখ সুরে-সুরে
তবেই যাবি দূরে ।


এলেন সব সঙ্গীত-গুরু
অধ্যাবসায় হল শুরু,
মিঠে বোলের গানে
ময়না এবার মাতাবে মনে-প্রাণে ।।
     **