সে যে নারী
কখনো কন্যা, বোন, জায়া, জননী  
ধৈর্য্যশীলা, চির মমতাময়ী
সর্ব-সম্পূর্ণা অনন্যা এক শক্তি-স্বরূপিনী ।  


সে যে নারী
কখনো দশভূজা মনমোহিনী
শান্তির বারি-ধারা, ক্ষমাদাত্রী
গগনচুম্বী ক্ষমতাময়ী, অসুর বিনাশিনী ।


সে যে নারী
কখনো স্নেহশীলা সেবা পরায়না মাতৃরূপিনী
যত্ন করে, লালন করে ধরিত্রী
প্রত্যেকের অন্তরে বিরাজ করে ভুবন ভুলানী ।।
             ********