প্রকৃতির নিয়মে সে আসে আবার যায়,
অঝোর ধারায় তার সিক্ততা নিয়ে,
বারি ঝরে যায় ঝরো ঝরো ঝরো
বারবার সে আসে অতীত নিয়ে ফিরে ।


মনে পড়ে সেসব দিনের কথা
ভালোবাসার মোড়কে আবৃত স্মৃতির  মধুরতা,
রিম ঝিম ঝিম শাওনের নিক্কণ
জলে ভেজা দুচোখে তার মুগ্ধতা ।


সময়ের নিয়মে শাওন নেয় বিদায়
বেলি-জুঁইয়ের সুবাস ছড়িয়ে,
শাওনের বারিধারায় স্নাত হয়ে
গেছে ফিরে প্রতিশ্রুতির হাত বাড়িয়ে ।


যথা নিয়মে এসেছে নানা সুরের
জলতরঙ্গের তানে অপরূপ শাওন,
আকাশ কাঁপিয়ে মন মাতিয়ে
গুরু-গুরু আওয়াজে নিয়ে শত কাহণ ।


বেদনার অশ্রুজলে মিলেমিশে হয় একাকার
একা সিক্ত হই তার অনুভূতির অনুরাগে,
বলি চুপি চুপি ওগো শ্রাবণ
একটি বার ফিরিয়ে দাও সে দিন তোমার রাগে ।


তবু বছরে একটি বার আসো তুমি
ঝরিয়ে তোমার অঝোর ধারায় হরষ,
ব্যাথার গুঞ্জন রাখি বর্ষার মাঝে
চুপি-চুপি বলি কথা স্নিগ্ধ পরশে ।


শাওন তুমি এনো বারে বারে
তার ভালোবাসার অনুভূতি,
শান্তি-সুধায় প্রাণ ভরিয়ে
সুখের আবেশে পরম আনন্দ দ্যুতি ।।
          ***