মা-বাবার কাছে পেলেম মোরা
জীবনের প্রথম জ্ঞানের পরশ,
শিক্ষা-গুরু হিসাবে প্রথম মানি তাঁদের
জীবনের চলার পথে পাই এক আদর্শের হরষ ।


পেলেম কত আদর্শবান শিক্ষা-গুরু
পা রাখলাম বিদ্যালয়ে প্রথম যখন,  
তাঁদের শিক্ষা আজও পাথেয় করি
স্মরি তাঁদের শিক্ষাদানের কথা তখন ।


তারপর যে শিক্ষা পেয়েছি
সেটা উচ্চ শিখরে ওঠার পথ,
জীবযাপন করার জন্য আপ্রাণ উদ্যমতায়
উচ্চশিক্ষিত শিক্ষকদের ছিল কর্মদক্ষতার রথ ।


মা-বাবা, শিক্ষককে একই সূত্রে গাঁথি
যাঁদের আলোয় আলোকিত হয়ে পেয়েছি মহাজ্ঞান,
তবুও আলোর দিশা দেখিয়ে যাঁরা চায়নি কোন প্রতিদান
প্রনমি সেই গুণীজনেদের, শ্রদ্ধায় ভরে প্রাণ ।
              *****