শিশিরে স্নাত হেমন্তিকা
খুঁজে পায় কিছু স্মৃতি মনের খাতায়,
লুকিয়ে থাকে হৃদয়ে কত কথায়
উড়ে আসে শত সহস্র ঝরা পাতায় ।


শিশিরে স্নাত হেমন্তিকা
কামিনী মল্লিকায় সাজায় নতুন আকাশ,
হিমঝুড়ি দেবকাঞ্চন সুর ছড়িয়ে হাসে মিষ্টি হাসি
কামরাঙা চালতা অন্তরের আঙ্গিনায় দোলায় হিম বাতাস ।


শিশিরে স্নাত হেমন্তিকা
আমলকি ডালিমের চাওয়া-পাওয়ায় অভ্যর্থনা জানায় শীত,  
কচি সবুজ আমন ধানের শীষের মনোলোভা রূপে
সোনাঝরা সূর্যের আলোয় ঝিকিমিকি করে আনন্দ-গীত ।


শিশিরে স্নাত হেমন্তিকা
সূর্যের রাঙা গোলায় অস্তগামী করে রক্তিম আভায়,
আকাশ প্রদীপ ওঠে জ্বলে পুবের কোল ঘেঁষে
রাতের আঁধার গোনে স্বপ্ন, আধফালি চাঁদের প্রভায় ।।
          *****