সোনালী চাদরে মোড়া পৌষের শীতের দুপুর,
টুপটাপ পাতা ঝরে পড়ার তালে বাজে নুপুর।
জিনিয়া, গাঁদা, ডালিয়া, কসমস, চন্দ্রমল্লিকা
মেলে দেয় ডানা, প্রজাপতিদের হয়ে ওঠে চয়নিকা।


মাঘের শুরুতে মিঠে রোদ্দুরের আমেজে ভরা বেলা,
গাছে-গাছে পাখিরা করে চলে আনন্দেতে খেলা।
পিঠে তৈরির আতপ চালের সুগন্ধে ভরে থাকে মন-প্রাণ,
স্বল্প-ক্ষণের শীতের দুপুর ভরিয়ে তোলে এক উদাসী তান।।
                 ***