জীবনে আলোর প্রদীপ জ্বালাতে
জ্বালাও তুমি শত সহস্র প্রদীপের শিখা
সস্নেহে রাখো মাথায় স্নেহের পরশ-মাখা হাত
জ্ঞানের পবিত্র প্রস্ফুটনে দেখাও বিকশিত মহাব্রতের দিখা ।


মহামারি মহাপ্রলয়কে উপেক্ষা করে
অনলাইনেও আছো তুমি সরিয়ে হাজারো বাধার গণ্ডি
নব উদ্দীপনার প্রজ্বলনে উদ্দীপ্ত হয় শিক্ষার্থীর মন
অনিচ্ছাকে ইচ্ছায় রূপান্তরে অনন্য যে তুমি সমাধানের দণ্ডি ।


তোমার কণ্ঠের স্বপ্নিল যাদুতে চঞ্চলমতি হয় স্থির
একাগ্রচিত্তে ঐক্যের বন্ধনে দূর আর থাকে না তো দূর
সাম্যের ব্রতে ব্রতী হয়ে বসে সব নিমেষের পলকে
চেয়ে থাকে তোমা পানে ইলেকট্রনিক মাধ্যমে, তুমি নও সুদূর ।


জ্ঞান লাভে ব্রতী হই সবাই
শিক্ষকের কাছ থেকে পাই সুন্দর শিক্ষা  
শিখি গীত, শিখি কবিতার ছন্দ, জানি পড়ালেখার কত কথা
প্রনমি গুরু তোমায় এত দূর হতেও দাও অনলাইনে বিদ্যা-দীক্ষা ।