সময়ের ঘূর্ণাবর্তে ঘোরে দুনিয়া
দাঁড়ায় না সে কাহারো তরে
নদীর স্রোতের মত বহে চলে দুর্নিবার
চলে সে বিদ্যুৎ গতির পরে ।


অহরহ সে শেখায় তার মূল্যবোধ
সময়ের কাজ সময়েই বিদ্যমান
বহু মূল্যবান বিবেকবোধ বিফলে যায়
যদি তারে করো হেলা, যদিও হও শক্তিমান ।


সময়ের বন্ধনেই সর্ব কাজের সফলতা
সম্মানে সে দেবে শান্ত স্নিগ্ধ ধারা
সর্বজনমানস মনে কোরো না অবহেলা
সর্বোপরি আনন্দদান উচ্ছলতা স্নিগ্ধতায় ভরা ।