পূব আকাশ জুড়ে
রক্তিম ঊষার সাজ
মনের সকল দুয়ার
মুক্ত হল আজ ।
নতুন সুরে বাজে
অগ্নিবীণার ঝঙ্কার
চিত্ত পুলকে জাগে
এক শাশ্বত অঙ্গীকার ।
ধরণী রাঙলো
দখিণা হাওয়ার দোলে
সকল অহঙ্কার চূর্ণ দীঘির ভরা জলে  
পদ্মপাতার কোলে ।
আয় সবে ভাই আয়রে সবাই
একসাথে মিলি আনন্দ খেলায়
স্বাধীনতা জয়ের প্রজ্বলিত শিখায়
জ্বালাই একতার প্রদীপ এই বেলায় ।।