স্বপ্নের সিঁড়ি ধরে
ভেসেছিলেম রোদ্দুর-খেলায়  
সাথে সাথে সকাল দুপুর ভরে
হাসি খেলে যেত ফুলের নব-যৌবন বেলায় ।


প্রজাপতির রঙিন পাখার ছোঁয়ায়
সারা শরীরে স্বপ্ন-মধুর বাতাস দোদুল দোলায়
গোধূলি-ক্যানভাসে দেখা মেঘের শুভ্র ধোঁয়ায়  
দীঘি-জলে ছায়া পড়ত দু’জনের ছবির মালায় ।


পথের বাঁকে কৃষ্ণচূড়ার ঘন সারির মাঝে
হারিয়ে যেতাম দিগন্তের কালোয়
নকশী কাঁথার মাঠ পেরিয়ে তেপান্তরে সাঁঝে
পাড়ি দিতাম কালো ছাড়িয়ে সুন্দর আলোয় ।


ভেসে যেতাম উৎসবমুখর জ্যোৎস্নার প্লাবনে
প্রেমে ঝরা পাপড়ি নিয়ে প্রস্ফুটিত চোখের তারায়
স্বপ্নের বেড়াজাল ভেঙে, বৃষ্টির শ্রাবণে
ভেজা দু’চোখের পাতা দুয়ারে এসে দাঁড়ায় ।।