নীলাকাশে কালো মেঘের হাসি
বরষার ছটায় মনটি বড় খুশি ।  
সোঁদা মাটির গন্ধে পুলক রাশি রাশি
সবুজ শ্যামল প্রকৃতি হয়ে ওঠে উর্বশী ।।


চাষী ভাই তার হৃদের ঝাঁকে
কচি ধানের চারা বোনে ।
অনেক স্বপ্ন ঘিরে থাকে তাকে
নবান্নতে মাতবে সবাই পুলকিত মনে ।।


রিম-ঝিম-ঝিম আসছে বাদল
দিনে-রাতে মধুর সুরের বোলে ।
মেঘের তালে বাঁধছে মাদল
সৃষ্টির নতুন ছন্দ নীলাকাশে দোদুল দোলে ।।