অসময়ের শ্রাবণ-আলিঙ্গনে....
অবিরত অশ্রুধারার প্লাবনে সিক্ত হয় মন,
জাগে অনুরাগ মালকোশের সুর ধারায়
ভরিয়ে তোলে সকল ঘরের কোণ ।


ভালোবাসার বন্ধনে জাগে অভিলাষ....
বিন্দু-বিন্দুতে জমা বর্ষণে সিন্ধুতে আসে শান্তি,
সোঁদা মাটির গন্ধে ভরা বাতাস
লাবণ্যতায় ভরে ওঠে সবুজ কিশলয়ের প্রশান্তি ।


কাল মেঘেরা ছুটে চলে অজানা ঠিকানায়.....
আবছা রোদের হাসিতে ঝলকে ওঠে রামধনুর উচ্ছলতা,
নতুন পৃথিবীর আলো ছোটে নতুন পথের দিশায়
বাঁধন-ছেঁড়া চোখে-মুখে  ধরা দেয় সমুজ্জ্বল প্রফুল্লতা ।


শ্রাবণ-খেলা খেলে যায় নুতুন তানে.....
আগামীর মঙ্গল-ধ্বনিতে বেজে চলে ইমন রাগের পরশ,
মাধুর্য ছড়ায় আপন মাধুরী-মায়ায়
স্বপ্ন-তৃষা আনে অন্তহীন ভালোবাসার হরষ ।।