তুমি দাঁড়িয়ে আছো
শুধু আমারই প্রতীক্ষাতে,

কর্দমাক্ত-কণ্টকময় গিরিখাদে ভরা
অনন্ত পথে চলেছি কাদার আচ্ছাদনে
কাঁটায় ফালাফালা দেহ বদলে দেয়
পোশাকের নতুন রঙ,
খাদের পাথরে রক্ত সিক্ত পদযুগলে
নেই কোন বিরাম
কর্তব্যের তাগিদে তবু চলেছি
প্রতীক্ষার জবাব দিতে ।  


দিয়েছি অনেক জবাব
পথের কাঁটা, কর্দমাক্ত মাটি
গিরিখাদকে –
কঠিন ভালবাসার, বিচ্ছেদের সীমারেখা লঙ্ঘন করতে,
দিয়েছি লতাপাতা ঘেরা সবুজের প্রশ্নকে
আকাশে জমে থাকা মেঘকে  
অনন্ত কালো পর্দার আড়ালে
বন্ধুর পৃথিবী ছুঁতে,


তবু, তুমি দাঁড়িয়ে আছো
শুধু আমারই প্রতীক্ষাতে ।।