ওরে ও মেঘ, থাক না তুই যতই দূরে  
রঙ-বেরঙের খেলার আলাপনে  
বল না আমায়, দিগন্তে কেমনে ভাসিস নিজের সুরে ।


ভোরের আকাশে নব কিরণ ছড়িয়ে
আবাল বৃদ্ধ বনিতাকে মুগ্ধ করে
নব উদ্যম জাগাস প্রাণের উচ্ছাস ভরিয়ে ।

সাদা পেঁজা তুলোর ভেলায় মহানন্দে
হীরের দ্যুতি প্রস্ফুটিত করে
কেমন সুন্দর ভেসে বেড়াস সানন্দে ।  


গোধূলির কনে দেখা আলোয়
বিস্তৃত মৃদু লাল আভায়
পালকিতে চড়ে যাস নব বধুর লজ্জাবনতয় ।  


কালো জটা জালে আবৃত নিকষে
গর্জে উঠিস রণ-দুন্দভির তালে তালে
বৃষ্টি হয়ে ঝরে পড়িস শীতল পরশে ।


থাক না তুই যতই দূরে, ও মেঘ-বালিকা  
বহুরূপী জেনেও অজানা আশায় ভালোবেসে যাই
মনের অজান্তে পরাই প্রতিদিন তোকে নতুন মালিকা ।।