বসন্তের আগমনে আসে ভালোবাসার রঙ
লাল-হলুদের সংমিশ্রণে ভরে যায় মন
সে যে এসে গেছে, উড়ে আসা দখিণা সমীরণে
জানিয়ে যায় মানুষ প্রকৃতি এখন ভালোবাসার ধন ।  


আবিরের পরশে আকাশে জাগে অনাবিল ভালোবাসা
সৃষ্টি সুধার আনন্দে ভাসে নতুন সুর
অজানা বাঁশির সুমধুর লহমায় উঁকি দেয় সোনালি রোদ্দুর
পিউকাঁহার কুহু কুহু রবে দূর থাকেনা আর দূর ।


হৃদয়ের যন্ত্রণা ভুলে গাও সবে একসাথে
পবিত্র সুতোয় গাঁথা ভালোবাসার জয়গান
নয় হিংসা, নয় দ্বেষ, মানবিক মূল্যবোধে  
ভালোবাসাই হোক সকল মুক্তির ত্রাণ ।।