ভোর কখন চলে এসেছে
আঁধারের প্রাচীর পেরিয়ে
ফিসফিসিয়ে কানে কানে বলেছে
চলনা ভোরের মাদকতায় পড়ি বেরিয়ে,
কিশলয়ের হাসি-ভরা সবুজে মন ভরিয়ে  
শিশিরের টুপটুপানি সুর শুনতে শুনতে
ঊষার জড়িবুটির ওড়না গায়ে জড়িয়ে
চলি ভোরের মাদকতা গুনতে গুনতে ।  


সাতরঙা ফুলগুলোয় ভালোবাসার ছন্দে
দোল দেয় অবুঝ নির্মল বাতাস
রঙিন পাখিদের কলকাকলির দ্বন্দে
মন খুশী হয়, মিষ্টি সুরে হৃদয়াকাশ,
উদ্বেলিত হয়ে ওঠে স্বপ্ন তরঙ্গের তানে  
প্রজাপতিরা ডানা মেলে ভ্রমরের গুঞ্জনে
মাদকতা গুনি মুগ্ধ হয়ে, ফিসফিসানি গানে
ধানের শীষ দোল খায় নদীর ছলছলানি ব্যাঞ্জনে ।।